এক্সপ্লোর
Small Space Solutions: ছোট্ট ফ্ল্যাট আপনার? ঝটপট জেনে নিন কীভাবে জায়গা বাঁচিয়ে তা সুন্দর করে সাজিয়ে তুলবেন
New Flat: ধরুন আপনি 1BHK ফ্ল্য়াট কিনেছেন। মনে হতেই পারে আপনার যে, এত ছোট ফ্ল্যাটে কীভাবে সাজাবেন, আসবাবপত্র কীভাবে রাখবেন, তা মাথায় ঘুরপাক খাচ্ছে আপনার?

প্রতীকী ছবি (পিক্সঅ্যাবে)
1/10

কষ্টের অর্জিত অর্থে নিজের সাধ্যের মধ্যে একটি ফ্ল্যাট কেনা সবার স্বপ্ন থাকে। সেই ফ্ল্যাট শুধু কিনলেই হয় না, তা সুন্দর করে সাজিয়েও তুলতে হয়।
2/10

ধরুন আপনি 1BHK ফ্ল্য়াট কিনেছেন। মনে হতেই পারে আপনার যে, এত ছোট ফ্ল্যাটে কীভাবে সাজাবেন, আসবাবপত্র কীভাবে রাখবেন, তা মাথায় ঘুরপাক খাচ্ছে আপনার? কয়েকটি বিষয় মাথায় রাখলেই কিন্তু মুশকিল আসান।
3/10

ফ্ল্যাটের দেওয়ালের রংয়ের দিকে নজর রাখবেন। দেওয়ালের রং যত হালকা করবেন, তত বেশি আপনার ছোট ফ্ল্যাটও কিন্তু বড় বড় মনে হবে।
4/10

অত্যাধিক আসবাব ঘরের সৌন্দর্য নষ্ট করে। অনেক সময় প্রয়োজনের বেশি আসবাব ব্য়বহার করি আমরা, তা যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হব। অপ্রয়োজনীয় আসবাব, কার্পেট সরিয়ে ফেলুন। তার পরিবর্তে মাল্টি ফাংশনাল হিডেন স্টোরেজের ব্যবস্থা করুন।
5/10

ঘরের ড্রইং রুমটি ছোট হলে সেখানে আলো একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফ্লোর ল্যাম্প না স্পটলাইট, কীসের আলোকসজ্জা আপনার ফ্ল্যাটটিকে আরও বেশি সুন্দর করে তুলতে পারে, তার দিকে লক্ষ্য রাখতে হবে।
6/10

দেওয়ালে সেলফ অনেক ঘরেই দেখা যায় এই সময়ের। কিন্তু ছোট ঘর হলে, দেওয়ালে সেলফের বন্দোবস্ত করবেন না, এতে অনেকটা জায়গা নষ্ট হয়।
7/10

সঠিক ইন্টিরিয়র ডিজাইন একটা গুরুত্বপূর্ণ ইস্যু একটি ছোট ফ্ল্যাটকেও সুন্দরভাবে গড়ে তোলার জন্য। তাই আগেই নিজের ঘরটিকে কীভাবে সাজাতে চাইবেন, তার একটা রূপরেখা তৈরি করুন।
8/10

বড় মাপের আয়না অথবা পেন্টিং রাখতে পারেন ঘরে। একে জায়গাটি বড় বলে বিভ্রম জাগে। কোনও সেন্টারপিসও রাখতে পারেন। তা ঘরকে আরও আকর্ষনীয়ও করে তোলে।
9/10

পাল্লাযুক্ত আলমারি যতটা বেশি না ঘরে না রাখা হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এতে আলমারির জিনিস পত্র রোজ পরিষ্কার করার বিষয় একটু সচেতন হতে হবে
10/10

ঘরের ব্যালকনির দরজা, ঘরের জানালায় পর্দার বন্দোবস্ত অবশ্যই করবেন। এতে বাইরের নোংরা, ধূলো যেমন ঢোকে না, তেমনই সৌন্দর্যও বাড়ে। আর লম্বা পর্দা ব্য়বহার করবে যা মেঝে পর্যন্ত দীর্ঘ হয়।
Published at : 29 Aug 2024 05:20 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
