Savings Tips: কিছুতেই টাকা জমাতে পারছেন না? এই পথেই সহজ হবে সঞ্চয়
By : abp ananda | Updated at : 24 Nov 2021 11:42 PM (IST)
ফাইল ছবি
1/10
নির্দিষ্ট প্ল্যান করে নিন মাসের শুরুতেই। এতে খরচ কমে। আয়ের টাকা কোন কোন খাতে ব্যায় করবেন সেই হিসেব ছকে নিন মাসের শুরুতেই।
2/10
ঘরে রঙ-বেরঙের ঘট রাখুন। তাতে টাকা জমান। ঘটের গায়ে টার্গেট লিখে রাখুন। অর্থাৎ কী কারণে টাকা জমাচ্ছেন সেটা লিখে রাখুন। লক্ষ স্থীর থাকবে।
3/10
ক্রেডিট কার্ড ব্যবহার বন্ধ করে দিন। এতে খরচা বাড়ে। ডেবিট কার্ডের ব্যবহারও কমিয়ে দিন।
4/10
ব্যাঙ্কের পাশাপাশি পোস্ট অফিসে যাওয়া অভ্যাস করুন। টাকা জমাতে সাহায্য করে পোস্ট অফিস।
5/10
রোজ চা-কফি, নেশার জিনিস বা বাইরের খাওয়া বন্ধ করুন। অফিসে বা বেরোনোর সময়ে বাড়ি থেকে টিফিন নিয়ে যান। এতে অনেকটাই সঞ্চয় হবে টাকা।
6/10
একটু একটু করে নয়, একসঙ্গে কেনাকাটা করুন। এতে একটা হিসেব থাকে।
7/10
আয় বাড়ানোর দিকে নজর দিন। আয় করার জন্য আরও বেশি সময় দিন। সে ক্ষেত্রে জমানোর সুযোগ থাকবে বেশি।
8/10
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন, লাভজনক স্কিম দেখে বিনিয়োগ করুন। ইনস্যুরেন্স করুন। জীবনবিমা বা এই ধরণের ইনস্যুরেন্স কিন্তু অনেকটাই আপনাকে বিপদে সাহায্য করবে।
9/10
হিসাব লিখে রাখুন। সারাদিন যা যা খরচ হচ্ছে সেই রোজের হিসাব একটা জায়গায় লিখে রাখতে পারেন।
10/10
চেষ্টা করুন পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া-আসা করার। ক্যাব বা ট্যাক্সি নেওয়া বন্ধ করুন। নিজস্ব গাড়ি নিয়ে বেরোলে জ্যামে গাড়ির স্টার্ট বন্ধ রাখুন। এতে তেলের খরচ কমবে।