এক্সপ্লোর
Healthy Diet: ত্বক থেকে মস্তিষ্ক, সুস্থ থাকতে পাতে থাকুক 'রঙিন ক্যাপসিকাম'
Health Tips: রান্নায় শোভা বাড়ায়, পুষ্টিগুণেও চমক দেয় এই আনাজ
প্রতীকি চিত্র
1/10

রেস্তোরাঁর পদে এর উপস্থিতি দেখা যায়। খাবারে শোভাও বৃদ্ধি করে। চলতি কথায় একে 'রঙিন ক্যাপসিকাম' বলেও ডাকা হয়। আদতে এর নাম বেলপেপার। Capsicum Annuum- প্রজাতির আনাজ এটি। লাল, হলুদ, কমলা এবং আরও একাধিক রঙের বেলপেপার মেলে বাজারে।
2/10

সবজি, স্যালাড তৈরি করতে কাজে লাগে বেলপেপার। সুস্বাদু এই আনাজ, বিভিন্ন সময় রান্নার শোভা বাড়াতেও কাজে লাগে। তবে স্বাদ-সৌন্দর্য্যের বাইরেও এই আনাজের পুষ্টিগুণও রয়েছে।
Published at : 09 Sep 2022 11:25 PM (IST)
আরও দেখুন






















