এক্সপ্লোর
Health Tips: প্রতিদিন সকালে একমুঠো আমন্ড, দূরে থাকবে পেটের রোগ
Almonds: আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন -নামক পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি গবেষণা পত্র। সেখানেই এমন দাবি করা হয়েছে।
প্রতীকি চিত্র
1/10

মাইগ্রেনের সমস্য়া মেটাতে, ত্বকের যত্নে এবং আরও নানা কারণে ব্যবহার হয়ে থাকে আমন্ড। এই বাদামের এমন গুণ রয়েছে যা নানা ভাবে শরীর ভাল রাখতে সাহায্য করে।
2/10

সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে প্রতিদিন আমন্ড খাওয়ার অভ্যাস থাকলে তা ভাল রাখে পেটও। butyrate-নামক এক ধরনের ফ্যাটি অ্যাসিড উৎপাদিত হয় নিয়মিত আমন্ড খেলে। যা পেট ভাল রাখতে সাহায্য করে।
Published at : 23 Oct 2022 01:55 PM (IST)
আরও দেখুন






















