এক্সপ্লোর
Happy Brother’s Day: ভ্রাতৃদিবসে রইল কিছু বিশেষ শুভেচ্ছাবার্তা
শুভ ভ্রাতৃদিবস
1/10

২৪ মে। দেশজুড়ে এই দিনটি 'জাতীয় ভ্রাতৃ দিবস' (National Brother's Day) হিসেবে পালিত হয়। এই দিনটি ভাইদের মধ্যে বিশেষ বন্ধনকে স্বীকৃতি দেওয়ার জন্য পালন করা শুরু হয়েছিল।
2/10

প্রধনাত আমেরিকায় এই বিশেষ দিনটি পালিত হয়। তবে তাছাড়া অন্যান্য একাধিক দেশেও এই দিনটি পালন করা হয়। অস্ট্রেলিয়া, রাশিয়া, এশিয়ার বিভিন্ন দেশ যেমন ভারত বা ইউরোপীয় দেশগুলি যেমন ফ্রান্স বা জার্মানিতে ২৪ মে 'ভ্রাতৃ দিবস' পালিত হয়।
Published at : 24 May 2022 11:17 AM (IST)
আরও দেখুন






















