এক্সপ্লোর
Exercise Benefits: শরীরচর্চার অভ্যাসেই লুকিয়ে অবসাদের ওষুধ! ইঙ্গিত সমীক্ষায়
Health Tips: মানসিক স্বাস্থ্যের জন্য় তো বটেই। অবসাদ ঠেকাতে কার্যকরী নিয়মিত শরীরচর্চার অভ্যাস, বলছেন বিশেষজ্ঞরা।
নিজস্ব চিত্র
1/10

সুস্থ ও সবল শরীরের জন্য় শরীরচর্চা প্রয়োজন। পাশাপাশি মানসিক ভাবে সুস্থ-সবল থাকতেও প্রয়োজন শরীরচর্চার অভ্যাস। বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য়। মানসিক স্বাস্থ্যের জন্য় তো বটেই। এমনকী অবসাদ ঠেকাতেও কার্যকরী নিয়মিত শরীরচর্চার অভ্যাস, বলছেন বিশেষজ্ঞরা।
2/10

অবসাদ এমন একটি মানসিক অবস্থা যার একাধিক উপসর্গ হতে পারে। মন খারাপ, কাজে অনীহা, কোনও কাজেই মন বসাতে না পারা, ঘুমের স্থায়ী সমস্যা, খিদে কমে যাওয়া--এরকমই একাধিক উপসর্গ হতে পারে অবসাদের। এক একজনের ক্ষেত্রে এক একরকম উপসর্গ হতে পারে। এমন পরিস্থিতিতে স্কুল-কলেজে, চাকরিজীবনে এমনকী ব্য়ক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও মারাত্মক প্রভাব পড়তে পারে।
Published at : 13 Dec 2022 10:16 PM (IST)
আরও দেখুন






















