এক্সপ্লোর
Fathers Day 2023: কোথা থেকে শুরু বিশ্ব পিতৃদিবস? ফিরে দেখা
Lifestyle:কেউ স্বভাবগম্ভীর, কেউ বা আবার বন্ধুর মতো। কেউ যেন ভীষণ কড়া, কেউ আবার জীবনের সেরা শিক্ষক। সন্তানের কাছেই বাবা মানে অনন্য। আর আজ, ১৮ জুন, ওয়ার্ল্ড ফাদার্স ডে।
কোথা থেকে শুরু বিশ্ব পিতৃদিবস? ফিরে দেখা
1/8

কেউ স্বভাবগম্ভীর, কেউ বা আবার বন্ধুর মতো। কেউ যেন ভীষণ কড়া, কেউ আবার জীবনের সেরা শিক্ষক। সন্তানের কাছেই বাবা মানে অনন্য।
2/8

আজ, ১৮ জুন, ওয়ার্ল্ড ফাদার্স ডে। সন্তানের আঙুল ধরে হাঁটতে শেখানো থেকে শুরু করে চোট-আঘাত সহ্য করে এগিয়ে যাওয়ার প্রখম পাঠ যাঁর কাছ থেকে আসে, সেই বাবাদের উদযাপনের দিন।
Published at : 18 Jun 2023 10:04 AM (IST)
আরও দেখুন






















