এক্সপ্লোর
Easy Breakfast: বাসি রুটি ফেলে দেন! সুস্বাদু ব্রেকফাস্ট হতে পারে সহজেই
রাতে বেঁচে যাওয়া খাবারেই সুস্বাদু ব্রেকফাস্ট।
1/11

দৌড়ঝাঁপের জীবনে রান্নাবান্নাও বোঝা হয়ে দাঁড়িয়েছে। ঘরে-বাইরে কাজের চাপে, সকালে খাওয়াই হয় না অনেকের, যার ঘোর বিরোধী চিকিৎসকেরা। যত কাজই থাকুক, ব্রেকফাস্ট ছাড়া দিন শুরু করা উচিত নয় বলে মত তাঁদের।
2/11

কিন্তু শত ব্যস্ততায় আলাদা করে ব্রেকফাস্টের দিকে নজর দেবেন কী করে! সমাধান রয়েছে হাতের কাছেই। রাতে বেঁচে যাওয়া খাবার দিয়েই চটজলদি বানিয়ে নিতে পারেন স্বাস্থ্যকর এবং সুস্বাদু ব্রেকফাস্ট।
Published at : 20 Jan 2022 08:14 AM (IST)
আরও দেখুন






















