এক্সপ্লোর
Lifestyle: রুক্ষ-শুষ্ক ত্বকের র্যাশ, চুলকানির সমস্যা কমানোর সহজ উপায়
Skin Care: যাঁদের স্কিন খুব 'সেনসিটিভ', তাঁদের ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা লক্ষ্য করা যায়। বিশেষ করে এই ধরনের সেনসিটিভ স্কিনে র্যাশ, চুলকানির সমস্যা দেখা যায়।
রুক্ষ-শুষ্ক ত্বকের র্যাশ, চুলকানির সমস্যা কমানোর সহজ উপায়
1/8

যাঁদের স্কিন খুব 'সেনসিটিভ', তাঁদের ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা লক্ষ্য করা যায়। বিশেষ করে এই ধরনের সেনসিটিভ স্কিনে র্যাশ, চুলকানির সমস্যা দেখা যায়।
2/8

অনেক সময় একটু বেশি সময় রোদে থাকলে ত্বক লালচে হয়ে যায়। এছাড়াও খুব অল্পেতেই ত্বকে বিভিন্ন ধরনের র্যাশ, অ্যালার্জি লক্ষ্য করা যায়।
3/8

এই ধরনের সেনসিটিভ স্কিনের (Dry and Itchy Skin) সমস্যা দূর করার জন্য কিছু ঘরোয়া টোটাকা রয়েছে যা নিমেষে আপনাকে আরাম দেবে। ত্বকের খুঁটিনাটি সমস্যা এড়িয়ে চলতে চাইলে এই সমস্ত 'স্কিন কেয়ার টিপস' দেখে নিন।
4/8

যেকোনও রকমে র্যাশ, চুলকানি বা অ্যালার্জির ক্ষেত্রে নারকেল তেল দারুণ ভাবে কাজ করে। মূলত নারকেল তেল আমাদের ত্বককে হাইড্রেটেড বা আর্দ্র রাখে।
5/8

আর তার ফলে ত্বকে রুক্ষ শুষ্ক ভাব থাকে না এবং চুলকানি বা র্যাশ, অ্যালার্জি জাতীয় সমস্যা দেখা দেয় না। কিংবা দেখা গেলেও তা অল্প সময়ের মধ্যেই নিরাময় হয়।
6/8

হলুদ গুঁড়ো একটি অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টি অ্যালার্জিক উপকরণ। চন্দনের গুঁড় বা মূলতানি মাটির সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে একটি মিশ্রণ তৈরি করে তা ত্বকের র্যাশ বা অন্যান্য সমস্যার জায়গায় লাগিয়ে দিলে উপকার পাওয়া সম্ভব।
7/8

ত্বকের হাজারো সমস্যার সমাধান রয়েছে এই অ্যালোভেরাতে। বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে তাহলে সেখান থেকে বের করে নিন অ্যালোভেরা জেল।
8/8

এছাড়াও রয়েছে পেট্রোলিয়াম জেল। মূলত ত্বক রুক্ষ শুষ্ক হয়ে গেলেই র্যাশ, চুলকানি ও বিভিন্ন অ্যালার্জি দেখা দেয়। সেখানে এইসব সমস্যা দূর করার জন্য পেট্রোলিয়াম জেল ভীষণ ভাল কাজ করে।
Published at : 30 Oct 2022 12:18 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























