এক্সপ্লোর
Panifal Tips: পানিফল পছন্দ নয়? কী কী হাতছাড়া হচ্ছে জানেন?
Health Tips: জলজ এই ফল বিভিন্ন জলা, পুকুর, ধানের জমি, একটু অগভীর জলাশয়ে জন্মায়। চাষও করা হয়।
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/10

এই ফল কৌলিন্যের বিচারে প্রথম কয়েক সারির মধ্যে থাকে না। কিন্তু মরসুমে দু-এক বার বাড়িতে আসেই। কখনও পড়ে থেকে শুকিয়ে যায়। কখনও আবার মনে করে কয়েকদিন ফলের পাত্রে জায়গা হয় এর। এর নাম পানিফল
2/10

অবশ্য এমন লোকও রয়েছে যাঁরা পানিফল বেশ পছন্দ করেন। খোসা ছাড়িয়ে খাওয়ার ঝামেলা থাকলেও বছরের কটা দিন ভালবেসেই খান। শরৎকাল আর শীতকালের শুরুর দিকে পুকুর-ডোবায় ফলন হয় এই ফলের। সাধারণ দেখতে এই ফলটির গুণ কিন্তু অসাধারণ।
Published at : 14 Sep 2023 12:27 PM (IST)
আরও দেখুন






















