এক্সপ্লোর
Poila Boisakh Food:এক ছাদের নিচে হরেক রকম খাবারের পসরা, শহরে শুরু 'নববর্ষের ভুরিভোজ'
Nababarsha food : জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, বলে নতুন একটা বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা। শনিবার পয়লা বৈশাখ। বাঙালির যে কোনও উৎসবের প্রধান অঙ্গ পেটপুজো।
ফাইল ছবি
1/9

কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। রাত পোহালেই নববর্ষ। আরও একটা নতুন বছর। উৎসব মানেই বাঙালির ভুরিভোজ।
2/9

আর নতুন বছরের আগেই শুরু হয়েছে খাদ্য উৎসব ‘নববর্ষের ভুরিভোজ’। ১৬ এপ্রিল পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই খাদ্য উৎসব। রকমারি খাবার চেখে দেখতে হলে একবার ঢুঁ মারতেই হবে অ্যাক্রোপলিস মলে।
Published at : 14 Apr 2023 01:40 PM (IST)
আরও দেখুন






















