এক্সপ্লোর
Puffy Eyes: চোখের ফোলাভাব দূর করতে ভরসা রাখুন ঘরোয়া পদ্ধতিতেই
Eye Care: চোখের নীচের ফোলাভাব- এই সমস্যা ঘরোয়া পদ্ধতিতেই দূর করা যায়। সেক্ষেত্রে কী কী করবেন একনজরে দেখে নিন।
puffy eyes problems
1/10

নিয়মিত ভাবে যত্ন নিলে তাহলেই চোখের তলার ফোলা ভাব দূর হয়ে যাবে। মূলত ঠান্ডা কিছু দিয়ে চোখের চারপাশে সেঁক দেওয়া প্রয়োজন। এক্ষেত্রে বরফ ব্যবহার করতে পারেন।
2/10

কিংবা ঠান্ডা জলে তুলো বা নরম কাপড় ভিজিয়ে চোখের উপর ঢাকা দিয়ে রাখতে পারেন। প্রতিদিন এভাবে চোখের উপর ঠান্ডা কিছু দিয়ে সেঁক দিলে ধীরে ধীরে ফোলাভাব কমে যাবে।
Published at : 22 Jan 2023 03:45 PM (IST)
আরও দেখুন






















