এক্সপ্লোর
Air Pollution: দূষণে বাড়ছে শ্বাসকষ্ট, ক্ষতির মুখে নাবালকরা!
Asthma Attacks: দূষক পদার্থের সংস্পর্শে আসা এবং শিশুদের শ্বাসযন্ত্রের মধ্যে হওয়া পরিবর্তনের মধ্যে সম্পর্ক খুঁজে বের করা হয়েছে ওই সমীক্ষায়।
প্রতীকি চিত্র
1/10

সাম্প্রতিক কালে প্রায়শই শিশু ও নাবালকদের মধ্য়ে অ্য়াসথমা, শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা যাচ্ছে। এই নিয়ে একটি সমীক্ষায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। মূলত ২টি বায়ুদূষক, ওজোন এবং অতি সূক্ষ্ম ধূলিকণা (Fine Particulate Matter)-এর জন্যই কম আয়ের শহর-অঞ্চলের (Low Income Urban Areas) শিশু ও নাবালক-কিশোরদের মধ্যে নন-ভাইরাল অ্য়াসথমা অ্যাটাকের ঘটনা দেখা যাচ্ছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, আমেরিকার বিজ্ঞানীদের করা একটি সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য।
2/10

দুটি দূষক পদার্থের সংস্পর্শে আসা এবং শিশুদের শ্বাসযন্ত্রের মধ্যে হওয়া পরিবর্তনের মধ্যে সম্পর্ক খুঁজে বের করা হয়েছে ওই সমীক্ষায়।
Published at : 09 Jan 2023 11:11 PM (IST)
আরও দেখুন






















