এক্সপ্লোর
Safe Living in Monsoon : বর্ষায় থাকুন সাবধানে, বাঁচুন প্রাণভরে
বৃষ্টির ঘনঘটা। গাছ-গাছালিতে সবুজ আভায় চোখের আরাম। সঙ্গে রকমারি খাওয়া-দাওয়া। বর্ষা মানেই একটু বিরতিতে প্রাণভরে বাঁচা। তবে থাকতে হবে সতর্কও।
Safe Living in Monsoon, বর্ষায় থাকুন সাবধানে, বাঁচুন প্রাণভরে
1/10

ইলেকট্রিকের তার এড়িয়ে চলুন- বর্ষাকালে জমা জল ও ইলেকট্রিক ওয়ার যথেষ্ট বিপজ্জনক এক পরিস্থিতি তৈরি করতে পারে। রাজ্যের একাধিক বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনাও খুব একটা পুরনো নয়। তাই বর্ষাকালে দূরত্ব বজায় রেখে চলুন ইলেকট্রিক তার বা ওয়ারিং থেকে।
2/10

জমা জলে হাঁটবেন না- এড়িয়ে চলার চেষ্টা করুন জমা জলে হাঁটা। জামা-কাপড় নোংরাই শুই নয় জমা জল থেকে পায়ে হতে পারে একাধিক ইনফেকশন। যা ভোগাতে পারে আপনাকে।
Published at : 11 Aug 2022 06:59 PM (IST)
আরও দেখুন






















