এক্সপ্লোর
Health News:মিসলস সংক্রমণ থেকে সেরে উঠছেন? কী খাবেন? কী বাদ দেবেন?
Measles And Food:কোভিড-সংক্রমণের আড়ালে গত বছর পাল্লা দিয়ে বেড়েছে মিসলস। কিন্তু অতিমারি মোকাবিলায় ব্যস্ত থাকায় বহু সময়ই এর ব্যাপকতা তেমন ভাবে বুঝে উঠতে পারিনি আমরা।
মিসলস সংক্রমণ থেকে সেরে উঠছেন? কী খাবেন? কী বাদ দেবেন?
1/8

কোভিড-সংক্রমণের আড়ালে গত বছর পাল্লা দিয়ে বেড়েছে মিসলস। কিন্তু অতিমারি মোকাবিলায় ব্যস্ত থাকায় বহু সময়ই এর ব্যাপকতা তেমন ভাবে বুঝে উঠতে পারিনি আমরা।
2/8

মিসলস আসলে শ্বাসযন্ত্রের ভাইরাল সংক্রমণ। এতে আক্রান্ত শিশু ও প্রাপ্তবয়স্কের দেহে RASH-র পাশাপাশি জ্বর, কাশি, কনজাংটিভাইটিসও দেখা দিতে পারে।
Published at : 20 Jan 2023 01:56 PM (IST)
আরও দেখুন






















