এক্সপ্লোর
Diet Tips: শরীরচর্চায় ফল পেতে প্রয়োজন ঠিক ডায়েট, কী কী থাকবে পাতে?
Health News:বিশেষজ্ঞরা বলছেন, বেশ কিছু খাবার যদি পাতে থাকে, তাহলে সহজেই এনার্জি পাওয়া সম্ভব।
প্রতীকি চিত্র
1/10

রোগা হতে হবে, পেশি তৈরি করতে হবে কিংবা ভাল দেখতে হতে হবে। এমনই নানা ভাবনা থেকে আমরা অনেকে শরীরচর্চা করে থাকি। জিমে যাই। প্রতিদিন এক রুটিন মেনে জিমে যাওয়া যদিও না শুরু করা হয়। সমস্যা তৈরি হয় ডায়েট নিয়ে। অনেক জিমেই ঠিকমতো ফল পাওয়ার জন্য মাপা ডায়েট বেঁধে দেওয়া হয়।
2/10

ডায়েটে সহজলভ্য খাবার থাকলে যেমন সুবিধা হয়, তেমনই পকেটেও কম টান পড়ে। পাশাপাশি, ওই খাবারের উপরেই নির্ভর করে প্রতিদিন জিম করার জন্য উদ্বুদ্ধ হওয়া। বিশেষজ্ঞরা বলছেন, বেশ কিছু খাবার যদি পাতে থাকে, তাহলে সহজেই এনার্জি পাওয়া সম্ভব। ঠিকমতো এনার্জি পেলে সহজে বাদ যাবে না জিমের ক্লাস।
Published at : 31 Mar 2023 01:59 PM (IST)
আরও দেখুন






















