এক্সপ্লোর
Book Reading: কেন প্রতিদিন বই পড়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ?
কেন প্রতিদিন বই পড়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা?
1/10

কথায় বলে, বই আমাদের সবথেকে বড় বন্ধু। জ্ঞান বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতিদিন বই পড়া আমাদের আর কী কী উপকার করে তাও জেনে রাখা প্রয়োজন।
2/10

প্রতিদিন বই পড়লে আমাদের জ্ঞানের ভান্ডার আরও বাড়ে। যত বেশি আমরা জানব, তত আমাদের মানসিক উন্নতি হবে।
3/10

মস্তিষ্ককে সচল রাখার জন্যও নিয়মিত বই পড়ার অভ্যাসের পরামর্শ দেন চিকিৎসকরা।
4/10

কোনও বিষয়ে মনোযোগী হওয়ার জন্য বই পড়ার কোনও বিকল্প নেই।
5/10

স্মৃতিশক্তিকে আরও উন্নত এবং প্রখর করে তুলতে প্রতিদিন বই পড়া জরুরি।
6/10

কারও সঙ্গে কথা বলার জন্য আমাদের জানার পরিধি বাড়ানো খুবই প্রয়োজনীয়। আর এর একমাত্র উপায় রোজ বই পড়া।
7/10

অবসাদ, স্ট্রেস এবং যে কোনও মানসিক সমস্যা থেকে আমাদের দূরে রাখতে পারে বই পড়ার অভ্যাস।
8/10

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিয়মিত বই পড়ার অভ্যাস আমাদের অনেক অসুখ বিসুখ থেকে দূরে রাখে। ফলে বেশিদিন বাঁচার জন্যও সাহায্য করে এই অভ্যাস।
9/10

মনকে শান্ত রাখা এবং ধৈর্য্য বাড়ানোর জন্য বই পড়ার অভ্যাসের জুড়ি মেলা ভার।
10/10

যে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের দারুণ সাহায্য করে এই অভ্যাস।
Published at : 30 Aug 2021 04:00 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























