এক্সপ্লোর
Room Temperature: প্রবল গরমেও তাপমাত্রা কম থাকবে ! ঘরে এই রঙ করালে মিলবে রেহাই ! আপনিও এই রং করিয়েছেন ?
Home Paint: ঘরের দেয়ালে এই রং লাগালে আপনার ঘর তাপ শোষণ কম করবে, ফলে তাপমাত্রাও খুব বেশি বাড়বে না ঘরের। এই ধরনের রং সূর্যালোক ও উত্তাপকে প্রতিফলিত করে, ফলে ঘরের ভিতরের তাপমাত্রা অনেক কম থাকে তুলনায়।
ঘরের তাপমাত্রা কম থাকবে এই রং করলে
1/9

এই প্রবল গরমের দিনে ঘর ঠান্ডা রাখাই সবথেকে বড় চ্যালেঞ্জ। এসি কিংবা এয়ার কুলার ব্যবহার অনেকেই করেন কিন্তু তাতে খরচও বাড়ে।
2/9

কিন্তু আপনি কখনও ভেবেছেন আপনি চাইলে আপনার ঘরের রং নির্বাচনের মাধ্যমেও ঘর ঠান্ডা রাখতে পারেন এই গরমের দিনে।
Published at : 30 Apr 2025 09:42 AM (IST)
আরও দেখুন






















