এক্সপ্লোর
kidney Disease : চোখে এই ৫ সমস্যাই বলে দেবে, আপনার কিডনি কতটা খারাপ অবস্থায়
আমাদের শরীর এর সবথেকে সংবেদনশীল অঙ্গ হল চোখ। চোখের ৫টি সমস্যা নিয়ে আলোচনা করা হলো।
চোখে এই ৫ সমস্যাই বলে দেবে, আপনার কিডনি কতটা খারাপ অবস্থায়
1/7

সকালবেলা ঘুম থেকে উঠেই চোখে জল আসাটা স্বাভাবিক, তবে যদি এই ফোলাভাব সারাদিন থাকে, তাহলে এটা কিডনির সমস্যার ইঙ্গিত হতে পারে। এমনটা তখনই হয় যখন প্রস্রাবের মাধ্যমে প্রোটিন বের হতে শুরু করে, যাকে প্রোটি্নইউরিয়া বলা হয়।
2/7

হঠাৎ ঝাপসা দেখা বা ডাবল ভিশন হওয়া শুধু চোখের দুর্বলতা নয়। উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস, যা কিডনির সমস্যাগুলির সঙ্গে সম্পর্কিত, চোখের ছোট রক্তনালীগুলিকেও প্রভাবিত করতে পারে। এর ফলে দৃষ্টিতে পরিবর্তন বা হঠাৎ আলো চলে যাওয়ার মতো সমস্যা হতে পারে।
Published at : 29 Sep 2025 02:49 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















