এক্সপ্লোর
AC Cooler Benefits: AC না এয়ারকুলার ? এই গরমে কোনটি কেনা ঠিক হবে ?
Air Conditioner Cooler Benefits: গরম পড়লেই এয়ার কুলার বা এয়ার কন্ডিশনার কেনার হিড়িক পড়ে যায়। জানুন কোনটা কিনলে ভাল হবে, বুঝবেন কীকরে ?

AC না এয়ারকুলার ? এই গরমে কোনটি কেনা ঠিক হবে ?
1/10

গরম পড়লেই এয়ার কুলার বা এয়ার কন্ডিশনার কেনার হিড়িক পড়ে যায়।
2/10

দামের দিক থেকে এয়ার কুলার অপেক্ষাকৃত অনেকটাই সস্তা। বিদ্যুতের বিলও আসে কম।
3/10

এয়ার কুলারে ঠান্ডা জল ভরলেই, ঠান্ডা বাতাস ঘরের চারিদিকে ছড়িয়ে দেয়।
4/10

অপরদিকে এয়ার কন্ডিশনার বাতাস করে ফিল্টার করে রুমে পাঠায়।
5/10

সেদিক থেকে দেখতে গেলে দামের দিক থেকে এয়ার কন্ডিশনার অনেকটাই পকেট ফাঁকা করে। খরচ বেশ বেশি।
6/10

তবে শুধু কেনার সময়েই নয়, বিদ্যুৎ এর বিলেও কম ঝক্কি পার করতে হয় না। বেশ মোটা অঙ্কের বিল পাঠায় এসি।
7/10

ছোট ঘরের জন্য এয়ার কুলার খুব কার্যকরী। তবে ঘর বড় হলে এয়ার কন্ডিশনার বসানোই ভাল হবে।
8/10

তবে রক্ষণাবেক্ষণের দিকেও খেয়াল রাখতে হয় বইকি, জলের ট্যাঙ্ক পরিষ্কার করা এবং রিফিল করা ইত্যাদি।
9/10

তবে এটি অনেক সময় যাদের অ্য়ালার্জি বা শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তাঁদের জন্য অসুবিধা বয়ে আনতে পারে।
10/10

অন্যদিকে কুলারের হাওয়ায় যেহেতু ঠান্ডা জলের বাস্প মিশে থাকে, এতে শরীর ভারী হয়। বয়স্করা এ থেকে দূরে থাকলেই ভাল হবে।
Published at : 06 May 2024 08:50 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
