এক্সপ্লোর
Coronary Heart Decease: দিনভর টিভির সামনে! বাড়ছে হৃদরোগের সম্ভাবনা
—ফাইল চিত্র।
1/10

অফিস ফিরেই হোক বা ছুটির দিন, বাড়িতে থাকা মানেই কি টিভির সামনে কাটিয়ে দেন ঘণ্টার পর ঘণ্টা! এই যদি আপনার অভ্যাস হয়, তাহলে মারাত্মক বিপদ ডেকে আনছেন।
2/10

চিকিৎসকদের দাবি, টিভির সামনে ঘণ্টার পর কাটিয়ে দেন যাঁরা, তাঁদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিশেষ করে করোনারি হৃদরোগে আক্রান্ত হন যাঁরা, তাঁদের ১১ শতাংশই দীর্ঘ ক্ষণ টিভির সামনে বসে থাকেন বলে ধরা পড়েছে একটি সমীক্ষায়।
Published at : 28 May 2022 09:57 PM (IST)
আরও দেখুন






















