এক্সপ্লোর
Medical Science News: খেলতে খেলতে গিলে ফেলেছিল, শিশুর পেটে গিয়ে জুড়ে গেল দু’টি চুম্বক, একরত্তি এখন কোমায়
Little Girl Swallows Magnets: ছোট্ট মেয়েকে ফিরিয়ে আনতে লড়াই করছেন মা-বাবা। চিকিৎসকরা যদিও সংশয়ী। ছবি: ফ্রিপিক, পিক্সাবে।
ছবি: ফ্রিপিক।
1/10

বয়স মাত্র তিন বছর। খেলতে খেলতে দু’-দু’টি চুম্বক গিলে ফেলেছিল একরত্তি মেয়ে। আর তাতেই জীবন নিয়ে টানাটানি। তিন বছরের শিশুটি এখন হাসপাতালে কোমায় রয়েছে। আগামী কয়েক সপ্তাহে পর পর অস্ত্রোপচার হওয়ার কথা তার শরীরে। কিন্তু সেই অস্ত্রোপচার কতটা সফল হবে, তা নিয়ে সংশয়ী চিকিৎসকরা।
2/10

অস্ট্রেলিয়ার বাসিন্দা এক দম্পতি একরত্তি মেয়েকে নিয়ে এখন জীবনযুদ্ধে শামিল। দেশের সংবাদমাধ্যম একরত্তি মেয়েটিকে মিলি নামে অভিহিত করছে। আগামী কয়েক মাস হাসপাতালেই থাকতে হবে তাকে।
Published at : 24 Jul 2025 06:25 PM (IST)
আরও দেখুন






















