এক্সপ্লোর
Carbide Test for Mangoes: গাছপাকা না কার্বাইডে পাকানো? আম চিনুন এই উপায়ে…
Chemically Ripened Mangoes: রাসায়নিক প্রয়োগ করা আম চিনুন সহজেই। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।
1/10

মরশুমি ফলের কথা উঠলে সবার আগে আমের কথা মনে পড়ে। গরমে আমের সরবত থেকে আম দই, মুখিয়ে থাকি সকলেই।
2/10

কিন্তু গাছ পাকা আমের স্বাদের সঙ্গে কার্বাইডে পাকানো আমের স্বাদের কোনও তুলনাই হয় না। কোন আম কার্বাইডে পাকানো, তো বোঝা কিন্তু সহজ।
3/10

আমের রং ভাল করে লক্ষ্য করুন। গাছপাকা আম হলে সবুজ ও হলুদের মিশ্রণ চোখে পড়বে গায়ে। কার্বাইডে পাকানো হলে খাপছাড়া ভাবে কোথাও হলুদ, কোথাও সবুজ ছোপ চোখে পড়বে।
4/10

রাসায়নিক মুক্ত আম হবে রসালো। একটুতেই মুখ ভরে যাবে। কার্বাইডে পাকানো আম ততটা রসালো হয় না।
5/10

কার্বাইড বেশিমাত্রায় প্রয়োগ করা হলে খাওয়ার সময় ঝাঁঝ অনুভব করবেন, স্বাদকোরকগুলিতে কিছু বিঁধছে বলে মনে হবে। কিছু ক্ষেত্রে রাসায়নিক যুক্ত আম খেয়ে পেটের যন্ত্রণা, ডায়রিয়া এবং গলা জ্বালাও করে।
6/10

গাছ পাকা আম হলে, তার চারপাশে মাছি ওড়া স্বাভাবিক। রাসায়নিক প্রয়োগ করা হলে, তেমনটা ঘটবে না।
7/10

একবালতি জলে কিনে আনা আম ফেলে দিন। রাসায়নিক প্রয়োগ করে পাকানো হলে জলের উপর ভেসে উঠবে।
8/10

একটি দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে আমের কাছে আনুন। আমে আগুন ধরে গেলে বা আগুনের ফুলকি জ্বলে উঠলে বুঝবেন রাসায়নিক রয়েছে।
9/10

কার্বাইডে পাকানো আমই যদি বিক্রি করে কোনও দোকান, তাদের বিরুদ্ধে অভিযোগও জানাতে পারেন।
10/10

ফুড সেফটি বিভাগের ওয়েবসাইটে গিয়ে বা সংশ্লিষ্ট এলাকায় বিভাগীয় নম্বরে হোয়াটসঅ্যাপ করে অভিযোগ জানানো যায়।
Published at : 29 Mar 2025 04:31 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
