এক্সপ্লোর
Mosquito Problem: নিত্যদিন ঘরে মশার উপদ্রব! বাড়িতে এই ৫ গাছ থাকলে নিশ্চিন্ত
এমন পাঁচটি গাছ আছে যেগুলো বাড়িতে লাগেলে মশা থেকে নিষ্কৃতি পেতে পারেন?

কী এমন পাঁচটি গাছ আছে যেগুলো বাড়িতে লাগেলে মশা থেকে নিষ্কৃতি পেতে পারেন?
1/7

দিন কয়েক ধরে বৃষ্টিপাত। মেঘলা আকাশ। আনাচে-কানাচে জমছে জল। এই জমা জলই মশার আঁতুরঘর। মশার কামড়ে ম্যালেরিয়া, ডেঙ্গির মতো অসুখও বাংলায় দাপট দেখায়। এদিকে মশার কয়েল বা ধূপ সারাক্ষণ জ্বালিয়ে রাখাও ঠিক নয়। এতে শরীরের ক্ষতি হয়।
2/7

আবার বিশেষজ্ঞরা মশারি টাঙিয়ে শুতে বলেন। কিন্তু অনেকে আছে যারা মশারির ভেতর ঘুমাতে পারে না। তবে যাবেন কী এমন পাঁচটি গাছ আছে যেগুলো বাড়িতে লাগেলে মশা থেকে নিষ্কৃতি পেতে পারেন?
3/7

গাঁদা ফুলের গন্ধে শুধু মশা নয়, যে কোনও পোকা-মাকড়ই এর ধারে কাছে ঘেঁষে না। গাঁদা গাছ বাড়িতে থাকলে মশার পরিমাণ কমে। তাই বাড়ির চারপাশে গাঁদা গাছ লাগান। ইন্ডোর প্ল্যান্ট হিসাবে বহু ধরনের গাঁদা গাছ পাওয়া যায়, আর তা থেকেই চলে যায় মশা। একই সঙ্গে বাড়বে বাড়ির শোভাও! বাড়িতে দরজার সামনে এই গাছ রাখলে কাজ দেয়।
4/7

তুলসির একাধিক স্বাস্থ্য ও আয়ুর্বেদিক গুণের আমরা অনেকেই জানি। তুলসি গাছ পরিবেশকে জীবাণুমুক্ত, বিশুদ্ধ রাখতে সাহায্য করে। তুলসির গন্ধ মশা, মাছি, পোকা-মাকড়কে দূরে রাখে। তাই বাড়িতে তুলসী গাছ লাগান। এই গাছ মশা সহ বিভিন্ন পোকামাকড় তাড়াতে খুবই কার্যকরী ফল দেয়।
5/7

পুদিনার গন্ধ একেবারেই সহ্য করতে পারে না মশা। এ কারণেই এই গাছ প্রাকৃতিক কীটনাশক হিসাবে কাজ করে। মশা তাড়াতে বা মারতে কার্যকর। পুদিনা গাছের কিছু পাতা কেটে ছোট ছোট টুকরো করে ঘরে ছিটিয়ে রাখলে মশা পালিয়ে যায়। এছাড়া বাড়ির চারপাশে পুদিনা গাছ রাখলেও মশা আশেপাশে ঘেঁষে না।
6/7

মশা তাড়াতে ল্যাভেন্ডার গাছও বেশ উপকারী। বাড়িতে এ গাছ থাকলে এই গাছের গন্ধে কোনো কীটপতঙ্গ প্রবেশ করতে পারে না। ইঁদুরও ক্ষতি করে না এই গাছের। তাই সামান্য রৌদ্রজ্জ্বল স্থানে এ গাছ রেখে দিতে পারেন। ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি এই গাছ বিরক্তিকর পতঙ্গসহ মশাকেও তাড়াবে অনায়াসেই।
7/7

ঘরের সৌন্দর্য বাড়ায় রোজ মেরি। এছাড়াও মশা তাড়ানোর ক্ষেত্রে খুবই কার্যকর রোজমেরি গাছ। এই গাছ এক ধরনের ভেষজ গুল্ম, এর গন্ধে মশা তো পালায়ই। সেই সঙ্গে এটা মাছি, মথও তাড়ায়। গরম ও আর্দ্র পরিবেশেই এই গাছ সবচেয়ে ভাল থাকে। বাড়ির জানালা এবং দরজায় লাগান রোজমেরি।
Published at : 30 Sep 2023 04:42 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
