এক্সপ্লোর
Mosquito Problem: নিত্যদিন ঘরে মশার উপদ্রব! বাড়িতে এই ৫ গাছ থাকলে নিশ্চিন্ত
এমন পাঁচটি গাছ আছে যেগুলো বাড়িতে লাগেলে মশা থেকে নিষ্কৃতি পেতে পারেন?
কী এমন পাঁচটি গাছ আছে যেগুলো বাড়িতে লাগেলে মশা থেকে নিষ্কৃতি পেতে পারেন?
1/7

দিন কয়েক ধরে বৃষ্টিপাত। মেঘলা আকাশ। আনাচে-কানাচে জমছে জল। এই জমা জলই মশার আঁতুরঘর। মশার কামড়ে ম্যালেরিয়া, ডেঙ্গির মতো অসুখও বাংলায় দাপট দেখায়। এদিকে মশার কয়েল বা ধূপ সারাক্ষণ জ্বালিয়ে রাখাও ঠিক নয়। এতে শরীরের ক্ষতি হয়।
2/7

আবার বিশেষজ্ঞরা মশারি টাঙিয়ে শুতে বলেন। কিন্তু অনেকে আছে যারা মশারির ভেতর ঘুমাতে পারে না। তবে যাবেন কী এমন পাঁচটি গাছ আছে যেগুলো বাড়িতে লাগেলে মশা থেকে নিষ্কৃতি পেতে পারেন?
Published at : 30 Sep 2023 04:42 PM (IST)
আরও দেখুন






















