এক্সপ্লোর
Health Benefits of Neem: দাঁত, চুল থেকে ত্বক, হাজার সমস্যার সমাধান হবে নিমে
Neem Benefits: দাঁতের পাশাপাশি, ত্বকের সমস্যারও চটজলদি সমাধান হয় নিমে। নিম পাতা সেদ্ধ করে সেই জল দিয়ে স্নান করলে ত্বকের খোসপাঁচড়া নিরাময় হয়।
নিমের গুণাবলী
1/10

নিমের পাতা ও নিম গাছের ছালের গুঁড়ো কিংবা নিমের ডাল ঔষধিগুণে ভরপুর। প্রতিদিন নিয়ম করে নিমের পাতা ও ছালের গুড়ো কিংবা নিমের ডাল দিয়ে দাঁত মাজলে দাঁত মজবুত হয়। দাঁতের রোগও সারে।
2/10

নিউট্রিশনিস্টের মতে, নিমের ডাল দিয়ে দাঁত মাজলে নিমের তেল বের হয় যার শক্তিশালী অ্যান্টি-মাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। যার ফলে মুখের মধ্যে যে জীবাণু জন্মায় তা মূল থেকে নির্মূল হয়।
Published at : 06 Jun 2023 03:00 PM (IST)
আরও দেখুন






















