এক্সপ্লোর
Post Diwali Hair Care Tips: দীপাবলির বাজির ধোঁয়ায় চারপাশে বাড়ছে দূষণের মাত্রা, এই পরিস্থিতিতে চুলের খেয়াল রাখতে কীভাবে যত্ন করবেন?
Hair Care Tips: শীতের মরশুমে বাড়ে বায়ুদূষণের মাত্রা। তার মধ্যে সবে পার হয়েছে দীপাবলি। দেশের বিভিন্ন প্রান্তে যে হারে আতসবাজি ফাটানো হয়েছে তার প্রভাবে বেড়েছে দূষণ। এই অবস্থায় দরকার চুলের যত্ন।
ছবি সূত্র- পিক্সেলস
1/10

শীতের মরশুমে বৃদ্ধি পায় দূষণের মাত্রা। আর এখন দীপাবলির জন্য দেশের বিভিন্ন প্রান্তে প্রচুর পরিমাণে আতসবাজি পুড়েছে। তার জেরে আরও বাড়ছে দূষণের পরিমাণ। এই পরিস্থিতিতে প্রয়োজন চুলের সঠিক পরিচর্যা। নাহলে বাড়বে একাধিক সমস্যা। তাই বাড়ি বসে কী কী করতে পারেন একনজরে দেখে নিন।
2/10

বাতাসে এখন চারপাশে ছড়িয়ে রয়েছে একাধিক ক্ষতিকারণ উপকরণ। এইসব দূষিত পদার্থ আমাদের চুলে মারাত্মক প্রভাব ফেলে। তাই চুল পরিষ্কার রাখা সবার আগে দরকার।
Published at : 13 Nov 2023 11:53 PM (IST)
আরও দেখুন






















