এক্সপ্লোর
Promise Day Photos: প্রমিস ডে তে প্রিয়জনের মন জয় করবে কোন বার্তা? রইল টিপস
প্রমিস ডে
1/6

প্রেমের সপ্তাহের আজ পঞ্চম দিন। প্রমিস ডে। আজকের দিনে একে অপরকে কথা দেন প্রেমিক-প্রেমিকারা। ২ জনের বিশ্বাসে, পরস্পর বোঝাপড়াতেই তো গড়ে ওঠে একটা সম্পর্ক। তৈরি হয় ভালোবাসা। আজকের দিনে নিজের প্রিয়জনকে আশ্বাস দিন, ভরসা দিন, কথা দিন পাশে থাকার। তবে অবাস্তক কিছু বলবেন না যেন। কেমন করে বিশ্বাস অর্জন করবেন সঙ্গীর? রইল একগুচ্ছ টিপস
2/6

প্রতিশ্রুতি মানে বিশ্বাস। যে কোনও সম্পর্কের প্রথম ধাপ একে অপরের ওপর বিশ্বাস অর্জন করা। ঠিক কেমন করে মন জয় করা যায় প্রিয় মানুষের? রইল টিপস।
Published at :
আরও দেখুন






















