এক্সপ্লোর
Raksha Bandhan 2022: কাজে লাগে আবার উপহার হিসেবও নিরাপদ, রাখিতে বোনকে দিন গ্যাজেটস
Rakhi Gifts: উপহার হিসেবে গ্যাজেটস অনেক নিরাপদ। কোনও না কোনও কাজে লেগে যায়।
ছবি: পিক্সাবে।
1/10

আর কিছু মাথায় থাকুক বা না থাকুক, রাখি পূর্ণিমায় বোনের জন্য উপহার কেনার কথা ভুললে চলে না। তাহলে আর রক্ষে থাকে না দাদা-ভাইদের।
2/10

কিন্তু আজকাল উপহার দেওয়ার ঝক্কি অনেক। কী পছন্দ হবে, কী হবে না, সেই চিন্তাও থাকে। তাই উপহার হিসেবে গ্যাজেটস অনেক নিরাপদ। কোনও না কোনও কাজে লেগে যায়। তাই রাখি পূর্ণিমায় বোনকে কী গ্যাজেট দিতে পারেন, রইল তার তালিকা।
Published at : 10 Aug 2022 08:27 PM (IST)
আরও দেখুন






















