এক্সপ্লোর
Diabetes : রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে কী করবেন Type 2 ডায়াবেটিস আক্রান্তরা ?
যদিও প্রদাহ ও কার্ডিওভাস্কুলার রোগ-সহ T2D-র জটিলতায় রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করা কঠিন।
ফাইল ছবি
1/10

Type 2 ডায়াবেটিস আক্রান্তরা রক্তের শর্করা বা ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রত করতে পারেন, যদি দিনের প্রথম খাবারের ধরনের একটু হেরফের করে নেন। এমনই বলছেন আন্তর্জাতিক স্তরের একদল গবেষক।
2/10

ঐতিহ্যবাহী পাশ্চাত্য ঘরানার কম ফ্যাটযুক্ত ব্রেকফাস্ট, যেমন- ওটমিল, টোস্ট ও ফল এড়িয়ে গিয়ে লো-কার্ব খাবার গ্রহণ করতে পারেন। যাতে উচ্চমাত্রায় প্রোটিন ও ফ্যাট থাকবে। যেমন- বেকন ও চিজ-সহ ডিম। এমনই বলছেন গবেষকরা।
Published at : 02 Jun 2023 03:13 PM (IST)
আরও দেখুন






















