এক্সপ্লোর
Face Massage: ত্বকের পরিচর্যার ক্ষেত্রে 'ফেস ম্যাসাজ'- এর গুরুত্ব কতটা? কেন করবেন 'ফেস ম্যাসাজ'?
Skin Care Tips: ত্বকের সঠিকভাবে যত্ন করতে চাইলে বিশেষ করে এই শীতের মরশুমে প্রয়োজন ফেস ম্যাসাজ। বাড়িতে সাধারণ ক্রিমের সাহায্যে আপই নিজেই ফেস ম্যাসাজ করতে পারবেন।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10

ত্বকের পরিচর্যা এবং সঠিকভাবে যত্নের ক্ষেত্রে ফেস ম্যাসাজের অনেক গুরুত্ব রয়েছে। আপনার ত্বকের স্বাস্থ্য ভাল রাখার জন্য এবং উজ্জ্বল ও মোলায়েম ত্বক পেতে সাহায্য করবে এই ফেস ম্যাসাজ।
2/10

আপনি শীতের দিনে বাড়িতে ক্রিম দিয়ে নিজেই ফেস ম্যাসাজ করতে পারেন। বাড়িতে তৈরি করে নিতে পারেন কোনও ফেসপ্যাক। এছাড়াও যেতে পারেন স্যালোঁতে। সেখানেও ফেস ম্যাসাজ করাতে পারেন।
Published at : 11 Dec 2023 09:12 PM (IST)
আরও দেখুন






















