এক্সপ্লোর
Skin Care With Coffee : পুজোর আগে শেষ মুহূর্তের ত্বকের পরিচর্যায় সঙ্গে থাকুক এই উপকরণ, অল্পদিনেই পাবেন ঝকঝকে ত্বক
Skin Care Tips : কফির গুঁড়ো দিয়ে ত্বকের পরিচর্যা করা অত্যন্ত ভাল। উপকার পাবেন অনেক। কী কী সুবিধা হবে, জেনে নিন।
ছবি সূত্র- পিক্সেলস
1/10

ছবি সূত্র- পিক্সেলস। ত্বকের পরিচর্যায় আমরা বাড়িতে থাকা বিভিন্ন উপকরণ ব্যবহার করে থাকি। আপনি চাইলে ব্যবহার করতে পারেন কফি।
2/10

ছবি সূত্র- পিক্সেলস। কফির গুঁড়ো দিয়ে ত্বকের পরিচর্যা করা সম্ভব। এর সঙ্গে অন্যান্য অনেক কিছুই মিশিয়ে নেওয়া যায়। বাড়িতেই বানানো যায় ফেসপ্যাক, ফেসস্ক্রাব।
3/10

ছবি সূত্র- পিক্সেলস। কফির গুঁড়ো ভীষণ ভাল স্ক্রাবারের কাজ করে। তাই স্ক্রাব করার জন্য কফির মিহি গুঁড়ো ব্যবহার করতে পারেন। এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন সামান্য অলিভ অয়েল।
4/10

ছবি সূত্র- পিক্সেলস। খেয়াল রাখবেন কফির মিহি গুঁড়ো না হলে কিন্তু তা ত্বকে ব্যবহার করা যাবে না। ত্বকের গঠন নষ্ট হতে পারে। তাই সতর্ক থাকতে হবে।
5/10

ছবি সূত্র- পিক্সেলস। কফি ভীষণ ভাল ত্বক পরিষ্কার করে। ত্বকের গভীরে জমে থাকা ময়লা টেনে বের করতে সাহায্য করে। তার ফলে ত্বক দেখতে লাগে উজ্জ্বল।
6/10

ছবি সূত্র- পিক্সেলস। কফির গুঁড়ো দ্রুত ত্বকের মরা কোষ অর্থাৎ ডেড স্কিন সেল ঝরিয়ে দেয়। এর ফলে ত্বক যেমন উজ্জ্বল হয়, তেমনই মোলায়েম থাকে ত্বক।
7/10

ছবি সূত্র- পিক্সেলস। অনেকের ত্বকেই কালচে দাগছোপ থাকে। এইসব দাগ ফিকে করতে কাজে লাগে কফির গুঁড়ো। তাই ত্বকের কালচে দাগছোপ দূর করার জন্য কফির গুঁড়ো, আর অলিভ অয়েল মিশিয়ে ম্যাসাজ করুন।
8/10

ছবি সূত্র- পিক্সেলস। কফির গুঁড়োর সঙ্গে মধু মিশিয়েও মুখে, গলায় ভালভাবে ম্যাসাজ করতে পারেন। এমনকি এই মিশ্রণ লাগাতে পারেন ঘাড়ে ও কনুইয়ের অংশেও। তার ফলে এইসব অংশে থাকা কালচে দাগছোপ দূর হবে।
9/10

ছবি সূত্র- পিক্সেলস। অতএব পুজোর আগে লাস্ট মিনিট স্কিন কেয়ারের জন্য কফি আপনি ব্যবহার করতেই পারেন। উপকার পাবেন অনেক।
10/10

ছবি সূত্র- পিক্সেলস। ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Published at : 22 Sep 2025 10:04 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























