এক্সপ্লোর
Homemade Skin Care Tips: বিউটি পার্লার যাওয়ার প্রয়োজন নেই, বাড়িতেই হবে দারুণ ফেসিয়াল, কীভাবে?
Skin Care: ওটস ত্বকের ডিপ ক্লিনিং অর্থাৎ গভীর স্তরে জমে থাকা নোংরা ভালভাবে পরিষ্কার করতে সাহায্য করে। ওটসের গুঁড়ো ত্বকে এক্সফোলিয়েশনের কাজও করে। ডেড স্কিন সেল ঝরিয়ে ত্বকের জেল্লা বজায় রাখে।
ছবি সূত্র- পিক্সেলস
1/10

অনেকেই পার্লারে গিয়ে ত্বকের যত্ন নেওয়ার সময় পান না। চিন্তা নেই। বাড়িতেই সহজে ত্বকের পরিচর্যা করা সম্ভব। মধ্যবিত্তের বাড়ির রান্নাঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই সহজে বানিয়ে নেওয়া যায় ফেসপ্যাক, স্ক্রাব, ফেস মাস্ক।
2/10

সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করলে, হাতেনাতে ফল পাবেন আপনি। ত্বকের জেল্লা বাড়বে, কালচে দাগছোপ দূর হবে, ত্বক থাকবে মোলায়েম এবং আর্দ্র। তাহলে চলুন দেখে নেওয়া যাক বাড়িতে সহজে কীভাবে ত্বকের পরিচর্যার জন্য ফেসপ্যাক, ফেস মাস্ক, স্ক্রাব তৈরি করবেন এবং কী কী উপকরণ ব্যবহার করবেন।
Published at : 26 Jul 2025 04:24 PM (IST)
আরও দেখুন






















