এক্সপ্লোর
Skin Care: রুক্ষ-শুষ্ক ত্বকের সমস্যা দূর করতে ভরসা থাকুক ভিটামিন সি- এর উপর, কীভাবে উপকার হবেন?
Vitamin C: ত্বকের যত্নে ভিটামিন সি কীভাবে কাজে লাগে, কীভাবে ত্বকের খেয়াল রাখে এই ভিটামিন, চলুন নেওয়া যাক।

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10

শীতের দিনে রুক্ষ এবং শুষ্ক ত্বকের সমস্যা কমবেশি প্রায় সকলেরই দেখা যায়। এই সমস্যা দূর করতে কাজে লাগে ভিটামিন সি।
2/10

এছাড়াও ভিটামিন সি আমাদের ত্বকের সার্বিকভাবে খেয়াল রাখে। চলুন জেনে নেওয়া যাক ত্বকের পরিচর্যা এবং যত্নের জন্য কেন ভিটামিন সি সমৃদ্ধ জিনিস ব্যবহার করবেন।
3/10

মূলত ত্বকের রুক্ষ এবং শুষ্কভাব দূর করে ত্বকে ময়শ্চারাইজার লক করার অর্থাৎ ধরে রাখার কাজ করে এই ভিটামিন সি। তার ফলে ত্বক মোলায়েম এবং নরম হয়।
4/10

ভিটামিন সি- এর মধ্যে রয়েছে হাইড্রেটিং উপকরণ। এর ফলে ত্বকে ময়শ্চার লক করতে এই ভিটামিন সাহায্য করে। এর পাশাপাশি ত্বকে পুষ্টির জোগানও দেয় ভিটামিন সি।
5/10

ত্বকের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ হল কোলাজেন। এই উপকরণের মাত্রা সঠিকভাবে বজায় থাকলে ত্বকের একাধিক সমস্যা দূর হয়। ভিটামিন সি এই কোলাজেনের উৎপাদন বৃদ্ধি করে।
6/10

সঠিক পরিমাণে কোলাজেন তৈরি হলে ত্বক আর্দ্র থাকার পাশাপাশি ত্বকের কালচে দাগ ছোপ দূর হবে।
7/10

আমাদের ত্বকে ভিটামিন সি- এর প্রভাবে সঠিক মাত্রায় কোলাজেন বজায় থাকলে ত্বকের জেল্লা ফিরে পাবেন আপনি। যাবতীয় দাগছোপ দূর হবে। ত্বকে আর্দ্রতা বজায় থাকবে। চোখের নীচের কালি দূর হতেই সাহায্য করবেন।
8/10

শীতের মরশুমে ভিটামিন সি সমৃদ্ধ ময়শ্চারাইজার কিংবা ফেস ক্রিম ব্যবহার করলে আপনার ত্বক থেকে সহজে আর্দ্রভাব দূর হবে না। অর্থাত আপনার ত্বকে ময়শ্চার ভাব লক থাকবে। ত্বক দেখতেও ভাল লাগবে।
9/10

বয়সের ভারে আমাদের ত্বকে রিঙ্কেলস অর্থাৎ বলিরেখার সমস্যা দেখা দেয়। এই বলিরেখা রুখতে ভিটামিন সি কাজে লাগে। আপনার মুখের ত্বক একদম টানটান থাকে।
10/10

রুক্ষ, শুষ্ক ত্বকে অনেক সময়েই দেখা যায় র্যাশ, চুলকানি, অ্যালার্জি দেখা দেয়। এই সমস্যাগুলিকে কমাতে অর্থাৎ ইনফ্লেমেশন বা প্রদাহজনিত সমস্যা কমায় ভিটামিন সি। ত্বক জ্বালা করলে বা সমস্যা হলে ভিটামিন সি- এর মধ্যে থাকা ইনফ্লেমেটরি উপকরণ তা কমায়।
Published at : 16 Dec 2023 12:06 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিনোদনের
জেলার
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
