এক্সপ্লোর
Banana Peel Face Mask: কলার খোসা দিয়ে বাড়িতে সহজেই কীভাবে তৈরি করবেন ফেস মাস্ক, ত্বকের কোন কোন সমস্যা দূর হবে?
Skin Care Tips: আপনার ত্বক যদি সেনস্টিভ ধরনের হয়, ব্রনর সমস্যা থাকে, তাহলে কলার খোসা থেকে তৈরি এই ফেসপ্যাক আদৌ আপনার ত্বকে ব্যবহার করা ভাল হবে কিনা সেই ব্যাপারে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া ভাল।
ছবি সূত্র- পিক্সেলস
1/10

ছবি সূত্র- পিক্সেলস। শুধুমাত্র কলার মধ্যে নয়, কলার খোসাতেও রয়েছে অনেক গুণ। ত্বকের পরিচর্যায় ব্যবহার করা যায় এই উপকরণ।
2/10

ছবি সূত্র- পিক্সেলস। বাড়িতে কলার খোসা দিয়ে আপনি সহজে তৈরি করে নিতে পারেন ফেস মাস্ক। এই ফেস মাস্ক ব্যবহার করলে ত্বকের জেল্লা বজায় থাকবে। দূর হবে কালচে দাগছোপ।
Published at : 14 May 2025 11:13 PM (IST)
আরও দেখুন






















