এক্সপ্লোর
Monsoon Trip: বর্ষার মরশুমে বেড়াতে গেলে অতি অবশ্যই খেয়াল রাখুন এই বিষয়গুলি
Travel Tips: বর্ষার সময়ে বৃষ্টি বেশি হচ্ছে এমন জায়গায় বেড়াতে গেলে ব্যাগে রাখতেই হবে ছাতা এবং রেনকোট।

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10

বর্ষার মরশুমে বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে অতি অবশ্যই কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। সবার আগে প্রয়োজন সাবধানতা অবলম্বন করা।
2/10

বর্ষার মরশুমে যদি রোড ট্রিপে যান, তাহলে গাড়ি চালানোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোনওভাবেই অতিরিক্ত গতিতে গাড়ি চালানো যাবে না।
3/10

বর্ষার দিনে জলকাদা জমে রাস্তাঘাট কার্যত বেহাল দশায় থাকে। পিছল হয়ে থাকে রাস্তা। তাই গাড়ি চালানোর সময় সাবধান থাকা প্রয়োজন। নাহলে বিপদ ঘটতে পারে।
4/10

বর্ষার মরশুমে পাহাড়ি জায়গায় বেড়াতে না যাওয়াই ভাল। কারণ বৃষ্টির কারণে রাস্তায় ধস নামতে পারে। সেক্ষেত্রে বিপদে পড়তে পারেন আপনি। তাই বর্ষার সময় পাহাড়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা না করাই ভাল।
5/10

বর্ষার মরশুমে কোথায় বেড়াতে যাচ্ছেন, আগে ভাল করে জায়গা বেছে নিন। তারপর সেই জায়গা সম্পর্কে খোঁজ নিন। এর পাশাপাশি ওই এলাকার আবহাওয়া সম্পর্কে জেনে নিন। অর্থাৎ আপনি যখন ঘুরতে যাচ্ছেন তখন আবহাওয়া কেমন থাকবে সেটা জানা দরকার।
6/10

বর্ষার মরসুমে রোড ট্রিপে গেলে গাড়ির হালহকিকত জেনে নেওয়াও প্রয়োজন। শুধু তাই নয়, সঙ্গে অন্তত একজন দক্ষ চালকের থাকা দরকার।
7/10

বাইক হোক বা গাড়ি যা নিয়েই বেড়াতে যাচ্ছেন, আগে থেকেই ফুয়েল ট্যাঙ্কের দিকে নজর রাখুন। জ্বালানির জন্য যেন মাঝরাস্তায় বিপদে পড়তে না হয়। তাই যাত্রা শুরুর সময় ফুয়েল ট্যাঙ্ক ভর্তি থাকা দরকার। এছাড়া গাড়ির ক্ষেত্রে উইন্ডশিল্ড, ওয়াইপার, টায়ার, হেডলাইট সব ঠিক রয়েছে কিনা দেখে নিতে হবে।
8/10

বর্ষার দিনে বেড়াতে যাচ্ছে, অতএব সঙ্গে রাখুন বর্ষাতি বা রেনকোট, ছাতা। এছাড়াও রাখুন টর্চ। সতর্কতার জন্য এইসব জিনিস রাখা প্রয়োজন।
9/10

বাচ্চারা থাকলে শুকনো খাবার, জলের ব্যবস্থা, ওষুধের বন্দোবস্ত রাখা খুবই প্রয়োজনীয়। নিয়মিত যেসব ওষুধপত্র খান, সেগুলো নিতে ভুলবেন না। সবার আগে এইসব ওষুধপত্র গুছিয়ে রাখুন।
10/10

একা বেড়াতে গেলে সঙ্গে নগদ টাকা রাখুন কিছুটা। সবটাই অনলাইন পেমেন্টের ভরসায় থাকবেন না। খাওয়া-দাওয়ার ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন। প্রয়োজনীয় ডকুমেন্ট অর্থাৎ নথিপত্র গুছিয়ে রাখুন। ফোনের চার্জার এবং পাওয়ার ব্যাঙ্ক রাখুন সঙ্গে।
Published at : 29 Jun 2023 01:40 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
