এক্সপ্লোর
Weight Loss Diet: মুগ ডালে সহজেই কমবে ওজন, কখন কীভাবে খাবেন?
Moong Dal: ওজন কমাতে মুগ ডালের গুন অপরিসীম। এই ডালে ক্যালোরি কম এবং ফাইবার সমৃদ্ধ, যা বাড়তি খিদে কমাতে সাহায্য করে।
মুগ ডালে সহজেই কমবে ওজন, কখন কীভাবে খাবেন?
1/9

মুগ ডালে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী। ভেজানো মুগ ডালে দ্রবণীয় ফাইবার থাকে যা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে কাজ করে।
2/9

ডাল হিসেবেই আমরা মুগের ব্য়বহার করে থাকে। তবে একাধিক ভাবে এই ডালের ব্য়বহার করা যায়। পনির ও মুগ ডালের মিশ্রণে মুগ ডাল চিলা বানানো যেতে পারে। যা সকালের বা বিকেলর খাবার হিসেবে ব্য়বহার করা যায়।
Published at : 06 Aug 2023 11:20 PM (IST)
আরও দেখুন






















