এক্সপ্লোর
Valentine Day Special: সেফিনা থেকে বিরুষ্কা-দীপভীর, খ্যাতির প্রভাব পড়েনি এঁদের সম্পর্কে

বলিউড ও প্রেম।
1/10

কাজের জগতে ব্যস্ততা যত বেড়েছে, ততই বাঁধন আলগা হয়েছে সম্পর্কের। তাই ভ্যালেন্টাইন্স ডে নিয়ে বাড়তি আবেগ দেখাতে নারাজ একটি বড় অংশের মানুষ।
2/10

কিন্তু এ ব্যাপারে ব্যাতিক্রম মায়ানগরীরই কিছু যুগল। চরম ব্যস্ততা, ক্যামেরার নজরদারির মধ্যেও তাঁদের কাছে প্রাধান্য পেয়েছে সম্পর্ক। তাই প্রেম দিবসে তাঁরাই হয়ে উঠেছেন অনুপ্রেরণা।
3/10

শাহরুখ খান-গৌরী খান: জীবনে সব কিছু হারাতে বসেও খুঁটি হিসেবে পাশে পেয়েছিলেন গৌরীকে। আর সেই শক্ত খুঁটিই এগিয়ে যেতে সাহায্য করেছিল বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানকে। বিয়ের এত বছর পরেও অটুট তাঁদের সম্পর্ক। ব্যস্ততা, খ্যাতি, বিতর্ক, কিছুই প্রভাবিত করতে পারেনি তাঁদের।
4/10

সইফ আলি খান-করিনা কপূর খান: ডিভোর্সি, দুই সন্তানের পিতা, ক্যাসানোভা ভাবমূর্তি, কোনও কিছুই সইফের কাছাকাছি যেতে আটকাতে পারেনি করিনাকে। আবার সদ্য ভাঙা সম্পর্কের রেশ কাটিয়ে উঠতে তাঁকে সাহায্য করেছিলেন সইফও। সাদামাটা রেজিস্ট্রি ম্যারেজেই সম্পর্ককে পরিণয়সূত্রে বেঁধেছিলেন দু’জনে, আজও যা অটুট রয়েছে।
5/10

প্রিয়ঙ্কা চোপড়া-নিক জোনাস: সম্পর্কের ক্ষেত্রে বয়সের ব্যবধান তেমন হাতিঘোড়া ব্যাপার নয়। কিন্তু বয়সে মহিলা যদি হন পুরুষের থেকে বড়! যত বড়ই তারকা হোন না কেন, মুণ্ডপাত থেকে রক্ষা নেই। প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাসের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। চটজলদি বিয়ে নিয়েও কম কটাক্ষ শুনতে হয়নি তাঁদের। কিন্তু এ সবের পরোয়া না করে দিব্যি সুখে রয়েছেন তারকা দম্পতি।
6/10

অনুষ্কা শর্মা-বিরাট কোহলি: এক জন প্রথম সারির অভিনেত্রী, অন্য জন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক, সম্পর্ক এবং দাম্পত্য, চোখের আড়ালেই কেটেছে অনেকটা সময়। তার মধ্যেও একে অপরের সবচেয়ে বড় অনুরাগী তাঁরা।
7/10

দীপিকা পাড়ুকোন-রণবীর সিংহ: প্রথমবার চোখাচোখি হয়েছিল কবে, ঘড়ি ধরে আজও তা বলে দিতে পারেন রণবীর। মানসিক অবসাদ কাটিয়ে উঠতে রণবীরের কাছ থেকে কতটা সাহায্য পেয়েছিলেন, তা নিয়ে অকপট দীপিকাও। আর বাস্তব জীবনের সেই রসায়নই বার বার পর্দায় ফুটিয়ে উঠেছে।
8/10

সোনম কপূর-আনন্দ আহুজা: ফেসবুকের প্রেমও এগোতে পারে বিয়ে পর্যন্ত। হাতেকলমে প্রমাণ করেছেন সোনম এবং আনন্দ। ফেসবুকেই প্রথম সোনমের সঙ্গে কথা চালান আনন্দ। ক্রমে আলাপ, ঘনিষ্ঠতা এবং বিয়ে।
9/10

অভিষেক বচ্চন-ঐশ্বর্যা রাই বচ্চন: পূর্ব সম্পর্কের অভিজ্ঞতা ভাল নয় দু’জনেরই। ঐশ্বর্যা আবার বয়সে বড়ও। কিন্তু সে সবকে বাধা হয়ে দাঁড়াতে দেননি অভিষেক। আর তাঁর কাছেই সবথেকে বেশি নিরাপদ বোধ করেন ঐশ্বর্যা।
10/10

রণবীর কপূর-আলিয়া ভট্ট: প্রেমিক হিসেবে মায়ানগরীতে কুখ্যাতিই রয়েছে রণবীরের। কিন্তু আলিয়ার সঙ্গে সম্পর্ক সেই ভাবমূর্তি কাটিয়ে ওঠার পক্ষে সহায়ক হয়েছে। ছোট থেকেই যে রণবীরকে ভাল লাগত, তা নিয়ে অকপট আলিয়াও। খুব শীঘ্রই তাঁরা বিয়ের পিঁড়িতে বসবেন বলে শোনা যাচ্ছে।
Published at : 14 Feb 2022 07:09 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
