এক্সপ্লোর
Coffee in Winter: শীতের মরসুমে কফিকে বানিয়ে নিন 'হেলথ ড্রিঙ্ক', কীভাবে? রইল সহজ কিছু টিপস
Coffee: সারাবছরই অনেকে কফি খান। আর যাঁরা সারাবছর কফি ছুঁয়ে দেখেন না, শীতের মরসুমে তাঁদেরও অন্যতম পছন্দের পানীয় হয়ে ওঠে কফি। কীভাবে কফিকে স্বাস্থ্যকর বানাবেন, জেনে নিন।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10

শীতের মরসুমে এক কাপ কফি না হলে অনেকেরই সকালটা ঠিক ভাবে শুরু হয় না। সন্ধের আড্ডাতেও অনেকের সঙ্গী হয় এক কাপ ঘোঁয়া ওঠা গরম কফি।
2/10

এই কফিকে স্বাস্থ্যকর পানীয় বানিয়ে তোলার জন্য সহজ কিছু টিপস মেনে চলতে পারেন। এর ফলে কফি হয়ে উঠবে হেলথ ড্রিঙ্ক। কীভাবে কফিকে হেলথ ড্রিঙ্ক তৈরি করবেন, তা দেখে নেওয়া যাক।
Published at : 22 Dec 2022 12:06 PM (IST)
আরও দেখুন






















