এক্সপ্লোর
Malaria : দু'মাসে রাজ্যে দ্বিগুণ বাড়ল ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা, আতঙ্ক আরেক জ্বর নিয়েও !
জুলাই-অগাস্ট-সেপ্টেম্বরকে মোটামুটি ভাবে ম্যালেরিয়া ও ডেঙ্গির মাস বলে ধরা হয়। গত দুমাসে রাজ্যে অনেকেরই ম্যালেরিয়া ধরা পড়েছে।
Malaria : দু'মাসে রাজ্যে দ্বিগুণ বাড়ল ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা, আতঙ্ক আরেক জ্বর নিয়েও !
1/10

ম্যালেরিয়া, ডেঙ্গির মতো পতঙ্গবাহিত রোগগুলির তথ্য় রাজ্য নিয়মিত কেন্দ্রকে পাঠিয়ে থাকে। সেই পরিসংখ্যান অনুযায়ী, গত ৩০ এপ্রিল রাজ্যে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৮৬০। ৩০ জুন অর্থাৎ ঠিক দুমাসের মাথায় তা পৌঁছে গিয়েছে ৪ হাজার ৫১৫-য়।
2/10

রাজ্যে লাফিয়ে বাড়ছে ম্যালেরিয়া (malaria) আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (health ministry) রাজ্যের (west bengal) দেওয়া যে ম্যালেরিয়া-রিপোর্ট (malaria report) প্রকাশ করেছে, তাতে দেখা গেল গত ২ মাসেই বাংলায় এই রোগে আক্রান্তের (infected) সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি।
Published at : 31 Aug 2022 11:46 PM (IST)
আরও দেখুন






















