এক্সপ্লোর
Cold Shower Benefits: অচিরেই বদলে যাবে শরীর, চিনতে পারবেন না নিজেকে, ঠান্ডা জলে স্নান করার সুফল অনেক
Health Tips: উপকার অনেক। কিন্তু কারা ঠান্ডা জলে স্নান করতে পারেন, কারা পারেন না, তা জেনে রাখা জরুরি। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

গরম জল ছাড়া স্নান করতে পারেন না কেউ। কারও কারও আবার ঠান্ডা জলে স্নান করাই অভ্যাস। এমনকি কনকনে শীতেও ঠান্ডা জল গায়ে ঢালেন এঁরা।
2/10

ঠান্ডা জলে স্নান করার কথা শুনে আঁতকে ওঠেন অনেকেই। তবে ঠান্ডা জলে স্নান করার উপকারিতাও অনেক। শারীরিক এবং মানসিক, দুই ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়ে।
Published at : 29 Sep 2024 07:05 PM (IST)
আরও দেখুন






















