এক্সপ্লোর
Skincare Tips: সানস্ক্রিন ব্যবহার করলেই হল না, SPF কী, তার কার্যকারিতা কী, আগে জানা প্রয়োজন
Sunscreen Benefits: সানস্ক্রিন বাছার ক্ষেত্রে SPF-এর মাত্রা জানা জরুরি। সমান জরুরি SPF কী, তা-ও জেনে রাখা।
ছবি: পিক্সাবে।
1/10

শীত-গ্রীষ্ম-বর্ষা সানস্ক্রিন ছাড়া এক মুহূর্তও চলে না আমাদের। বাড়িতে থাকলেও, সানস্ক্রিন ব্যবহার চালিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে সানস্ক্রিনেরও বিভিন্নতা রয়েছে, আর তা মূলত নির্ধারিত হয় SPF-এর মাধ্যমে।
2/10

চড়া রোদে ত্বক যাকে পুড়ে না যায়, সাত তাড়াতাড়ি যাতে বার্ধক্য গ্রাস না করে, অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বকের ক্যানসার থেকে দূরে থাকা যায় যাতে, তার জন্য সানস্ক্রিন হতে পারে রক্ষাকবচ।
Published at : 21 Jun 2023 10:04 AM (IST)
আরও দেখুন






















