এক্সপ্লোর
Teeth Health: হলুদ, বাদামি, এমনকি ধূসরও হয়ে যায়, দাঁতের রং দেখে রোগ চিনুন
Colour of Teeth: দাঁতই জানান দেয় সমস্যার। সময় থাকতে সতর্ক হোন। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/12

মুক্তোর মতো ঝকঝকে দাঁত কার না পছন্দ! কিন্তু দাঁত নিয়ে কম ভোগান্তি হয় না। এবড়ো খেবড়ো দাঁত নিয়ে ভোগেন কেউ, কারও আবার দাঁতের ছোপ উঠতেই চায় না।
2/12

পাশাপাশি, দাঁতের রংও পাল্টে যায়। কারও দাঁত হলদে হয়ে যায়, কারও দাঁত ধূসর রং ধারণ করে। চকের গুঁড়োর মতো দাঁতে সাদা ছোপও দেখা যায়। দাঁতের এই রং পরিবর্তন আসলে শরীরে বাসা বাঁধা রোগের জানান দেয় বলে মত চিকিৎসকদের।
Published at : 21 Aug 2025 04:57 PM (IST)
আরও দেখুন






















