এক্সপ্লোর
Heartbreak: মন ভাঙলে কেন শূল বেঁধে বুকে! রহস্যভেদ বিজ্ঞানের
Mental Health: ভালবাসা উচ্ছ্বাস আনে জীবনে। বিচ্ছেদ বয়ে আনে যন্ত্রণা। কেন, কী কারণ, জানাচ্ছে বিজ্ঞান।
ছবি: পিক্সাবে।
1/10

জীবন মানেই ওঠাপড়া। তারই অঙ্গ ভাললাগা, ভালবাসা, এমনকি মন ভাঙাও। কিন্তু সব যন্ত্রণার উপশম থাকলেও, ভাঙা মন জোড়ো লাগানোর পথ্য কিনতে পাওয়া যায় না বাজারে। বিশেষ কারও চলে যাওয়া কেন মনকে ভারাক্রান্ত করে তোলে, অন্য কোনও যন্ত্রণা কেন তার সামনে লঘু বলে বোধ হয়, যুগ যুগ ধরে সেই প্রশ্ন তাড়িয়ে বেড়িয়েছে মানুষকে।
2/10

কিন্তু মন ভাঙলে কেন ভেঙেচুরে যান মানুষ, তার প্রভাব রোজকার জীবনে তো পড়ে, কেন শরীরকেও কাবু ফেলে, তার উত্তরও খুঁজে বার করে ফেলেছে বিজ্ঞান, যার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে হরমোনও।
Published at : 04 Feb 2023 06:25 AM (IST)
আরও দেখুন






















