এক্সপ্লোর
Egg Hair Mask: চুলে কি শুধু মাখলেই হবে, নাকি প্রয়োজন খাওয়াও? কীভাবে চুলের পরিচর্যায় কাজে লাগে ডিম?
Egg Hair Masks: ডিমের মধ্যে রয়েছে একাধিক পুষ্টি উপকরণ। এই তালিকায় ভিটামিন এ, ভিটামিন ই, বায়োটিন ইত্যাদি রয়েছে। এছাড়াও রয়েছে ফোলেট। এই সমস্ত উপকরণ চুলের গোছ বা থিকনেস সঠিকভাবে বজায় রাখতে সাহায্য করে।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10

চুলের একাধিক সমস্যায় আমরা জেরবার হই। নারী, পুরুষ নির্বিশেষে চুলের সমস্যা প্রায় সকলেরই দেখা যায়। চুলের পরিচর্যায় ডিম খুব ভালভাবে কাজে লাগে।
2/10

মূলত চুলের জেল্লা ফেরাতে, চুল নরম রাখতে এবং চুলের গঠন মজবুত করতে সাহায্য করে ডিমের মধ্যে থাকা বিভিন্ন ধরনের উপকরণ। তাই চুলে শুধু ডিম মাখলেই হবে না, ডিম খেতেও হবে।
Published at : 23 Jul 2023 08:12 PM (IST)
আরও দেখুন






















