এক্সপ্লোর
Relationship Tips: ভালবাসার সংজ্ঞা পাল্টাতেই পারে, সম্পর্কে পরস্পরের প্রতি সম্মান হারালে কিন্তু চলবে না
Relationships: ছোট ছোট আশা, ভরসাই গড়ে দেয় ভবিষ্যৎ। সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে ভালবাসার পাশাপাশি সমান জরুরি পারস্পরিক সম্পর্ক।
ছবি: পিক্সাবে।
1/10

সম্পর্কে ভালবাসার সংজ্ঞা পাল্টে যেতে পারে। কিন্তু পরস্পরের প্রতি সম্মান হারালে চলে না। পরস্পরকে সম্মান না করলে, মানসিক শান্তিও বিঘ্নিত হয়।
2/10

যত ঝড়-ঝাপটাই আসুক না কেন, শুধুমাত্র পারস্পরিক বোঝাপড়ায় ভর করে সবকিছুর মোকাবিলা করা যায়। সুতো ছিঁড়ে গেলেও সেই সম্মান বজায় থাকা জরুরি। এই সম্মান বজায় রাখার দায়ও আমাদের নিজেদেরই।
Published at : 23 May 2023 09:28 AM (IST)
আরও দেখুন






















