এক্সপ্লোর
Eggshells Benefits: ভুলেও ফেলবেন না, এভাবে ব্যবহার করুন ডিমের খোসা, কী লাভ?
Lifestyle Tips: ডিম খাওয়া হয়, কিন্তু ডিমের খোসারও অনেক গুণ। যাতে বদলে যেতে পারে দৈনন্দিন জীবন।
ফাইল ছবি
1/10

ডিম সেদ্ধ করার পর বা অমলেট করার আগে ডিমের খোসা ফেলে দেওয়া হয়। বেশিরভাগ বাড়িতেই ছবিটা এরকম। ডিমে যেমন ভরপুর পুষ্টি উপাদান রয়েছে, ডিমের খোসাতেও তাই রয়েছে। যা অনেকেরই অজানা।
2/10

ক্যালসিয়াম কার্বোনেটে ভরপুর ডিমের খোসা। যা গাছের গোড়য় দিলে পুষ্টি মেলে। টম্যাটো সহ একাধিক সবজির গাছের গোড়ায় ডিমের খোসা ভেঙে দিলে ক্যালসিয়াম পাওয়া যায়। একইসঙ্গে ডিমের খোসা মাটির গুণগত মানও বজায় রাখে।
Published at : 04 Mar 2025 09:43 PM (IST)
আরও দেখুন






















