এক্সপ্লোর
Winter Skincare Tips: বাদ নয় সানস্ক্রিন, শীতেও ত্বক সতেজ কীভাবে? মেনে চলবেন কোন কোন টিপস?
Lifestyle Tips: শীতকালে ত্বকের বিশেষ যত্ন প্রয়োজন। সারাবছর যা নিয়ম মেনে চলা হয়, তার থেকে খানিকটা আলাদা।
ফাইল ছবি
1/9

ত্বকের ধরন যেমনই হোক না কেন, শীতকালে কীভাবে যত্নে রাখা যাবে তা নিয়ে হয় চিন্তা। বিশেষত এই সময় ত্বক ফাটার সমস্যা হওয়ায় আরও বেশি সতর্ক হতে হয়। তাই ত্বক রাখতে হবে সতেজ। কীভাবে হাইড্রেট রাখবেন ত্বক?
2/9

শীতকালে অবশ্যই মাখতে হবে ময়শ্চারাইজার। এমন ক্রিম ব্যবহার করতে হবে যাতে তেলের পরিমাণ বেশি। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। ত্বকের পুষ্টির জন্য এবং রুক্ষ আবহাওয়া থেকে রক্ষা করতে ক্রিমে আরগান, রোজশিপ বা জোজোবার মতো তেল যোগ করতে পারেন।
Published at : 07 Nov 2024 12:05 PM (IST)
আরও দেখুন






















