এক্সপ্লোর
World Chocolate Day: মন থেকে শরীর, একাধিক রোগ সারতে পারে এক টুকরো চকোলেটেই!
World Chocolate Day
1/8

আজ বিশ্ব চকোলেট দিবস। একাধিক দেশে আজকের দিনটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। হবে নাই বা কেন? শিশু থেকে বৃদ্ধ- চকোলেট ভালবাসেন না এমন মানুষ পাওয়াই যে দুষ্কর।
2/8

চকোলেটের গুণে যেমন সম্পর্কও মধুর হয়ে ওঠে তেমন শরীর ভাল রাখে এক টুকরো চকোলেট। বছরে প্রায় ১১ বার সারা বিশ্ব জুড়ে কোথাও না কোথাও চকোলেট দিবস পালন করা হয়। ২০০৯ সালে সর্বপ্রথম বিশ্ব চকোলেট দিবস পালন করা হয়েছিল।
Published at : 07 Jul 2022 06:56 AM (IST)
আরও দেখুন






















