এক্সপ্লোর
World Hepatitis Day 2023 : হেপাটাইটিস নিয়ে ভুল ধারণাগুলি ভেঙে ফেলুন, জেনে নিন কোনটা ঠিক কোনটা ভুল
হেপাটাইটিস নিয়ে ভুল ধারণাগুলি ভেঙে ফেলুন
1/9

হেপাটাইটিস। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কোনও কোনও ক্ষেত্রে হেপাটাইটিস সঠিক চিকিৎসায় সেরে যায়। আবার কখনও রূপ নেয় মারণ রোগের।
2/9

হেপাটাইটিস হল যকৃতের প্রদাহ। অনেক কারণে হেপাটাইটিস হতে পারে। ভাইরাস ঘটিত সংক্রমণে, অত্যধিক অ্যালকোহল জাতীয় পানীয় সেবন করে,কোনও কোনও ওষুধ টানা ব্যবহারের ফলে, অসুরক্ষিত যৌন সম্পর্কের কারণেও হেপাটাইটিস ছড়াতে পারে।
Published at : 28 Jul 2023 10:20 AM (IST)
আরও দেখুন






















