এক্সপ্লোর
World Menstrual Hygiene Day 2023 : স্যানিটারি প্যাড ফেলার সময় এই নিয়মগুলি না মানলেই স্বাস্থ্যসঙ্কট
স্যানিটারি প্যাড খোলা অবস্থায় ফেলে দিলে সেটা শুধু নোংরা দেখায় না, সার্বিক স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর।
World Menstrual Hygiene Day 2023 : স্যানিটারি প্যাড ফেলার সময় এই নিয়মগুলি না মানলেই স্বাস্থ্যসঙ্কট
1/8

পিরিয়ড চলাকালীন পরিচ্ছন্নতা (Menstrual Hygiene Day) মেনে চলা অত্যন্ত জরুরি। চিকিৎসকরাও বারবার এই পরামর্শই দিয়ে থাকেন। অনথ্যায় একাধিক সমস্যা দেখা দিতে পারে। আজ মেনস্ট্রুয়েশন হাইজিন ডে-তে জেনে নিন কীভাবে পরিচ্ছন্নতা বজায় রাখবেন এই সময়গুলোতে।
2/8

শুধু পিরিয়ড চলাকালীন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখাই নয়, ব্যবহৃত স্যাানিটারি ন্যাপকিন ফেলার সময়ও খেয়াল রাখতে হবে।
Published at : 27 May 2023 02:48 PM (IST)
আরও দেখুন






















